ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রোজা রাখলেন বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, মে ২১, ২০১৮
রোজা রাখলেন বরুণ ধাওয়ান বরুণ ধাওয়ান

রমজান মাস শুরুর আগে অন্যান্যদের পাশাপাশি বলিউড তারকারাও মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে অভিনেতা বরুণ ধাওয়ান শুধু শুভেচ্ছা নয়, রোজাও রেখেছেন তিনি।

গত ১৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করে এমনটা নিজে মুখেই স্বীকার করলেন বরুণ।

ভিডিওতে বরুণ জানান, ‘আসসালামুআলাইকুম।

আপনার সবাই জানেন পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। আমার প্রতিটি মুসলিম ভাই ও বোনেরা রোজা রাখা শুরু করে দিয়েছেন। তো এ কারণে আমিও আজ রোজা রেখেছি। সবার জন্য রমজানের শুভেচ্ছা রইলো। ’

করণ জোহর প্রযোজিত ‘কলঙ্ক’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুরকে। ২০১৯ সালের ১৯ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ২১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।