ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সুপার হিরো’ লুকে হাজির শাকিব খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মে ২১, ২০১৮
‘সুপার হিরো’ লুকে হাজির শাকিব খান ‘সুপার হিরো’ ছবির ফার্স্টলুক পোস্টার

বিশেষ একটি বাহিনীর সদস্য শাকিব খান। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গোপন একটি মিশনের। তাই কমান্ড পোশাক গায়ে অপরাধীদের শেষ করতে মাঠে নেমেছেন তিনি। এমন গল্প দেখা যাবে আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবিতে।

রোববার (২১ মে) রাতে অনলাইনে প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্টলুক পোস্টার। এতে কমান্ড বেশে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন ঢালিউড কিং।

পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

হার্টবিট প্রোডাকশনের ব্যানারে ‘সুপার হিরো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। আরও রয়েছেন অভিনেতা তারিক আনাম খান, টাইগার রবি, সিন্ডি রোলিং প্রমুখ।

গত জানুয়ারিতে হার্টবিটের ব্যানারে অস্ট্রেলিয়ায় ‘সুপার হিরো’ ছবির শুটিং শুরু হয়। এরপর বাংলাদেশে হয় ছবিটির শেষ অংশের শুটিং। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ২১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।