ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্যান্ডের লিড গিটারিস্ট তৌসিফ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মে ২৪, ২০১৮
ব্যান্ডের লিড গিটারিস্ট তৌসিফ! তানজিন তিশা ও তৌসিফ মাহবুব

নিজের ব্যান্ড দল নিয়ে নিয়মিত স্টেজ শো'তে  ব্যস্ত থাকেন তৌসিফ মাহবুব। যে কারণে তিনি সদ্য বিবাহিতা স্ত্রী তানজিন তিশাকে একদমই সময় দিতে পারেন না। আর এই নিয়ে দু’জনের সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয়।

এমনই গল্পে নির্মিত হয়েছে ‘শেষ কবে’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিন তিশা।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রনি। এর কথা-সুর-সংগীত করেছেন সেতু চৌধুরী। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

এ প্রসঙ্গে অভিনেতা তৌসিফ বলেন, ‘এই কাজটি করতে গিয়ে অভিনয় ভুলে আমি পুরোদস্তুর মিউজিসিয়ান বনে গেলাম। ভিডিওতে যে গল্পটি আমরা বলতে চেয়েছি- সেটিও অসম্ভব মানবিক। আগাম না বলে, বরং পুরো ভিডিওটি দেখার অপেক্ষা করি। ’

তানজিন তিশা বলেন, ‘এর আগে এমন চরিত্রে কাজ করার অভিজ্ঞতা হয়নি আমার। খুব ভালো লেগেছে। ’

ঈদ উপলক্ষে 'শেষ কবে’ গানটির ভিডিওটি প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভির  অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ২৪, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।