ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘অপদার্থ’ অভিষেক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, মে ২৫, ২০১৮
‘অপদার্থ’ অভিষেক! অভিষেক বচ্চন

পোশাক, মেকআপ, স্ট্যাইল, চেহারা এসব কারণে প্রায় সময় সমালোচনার মুখে পড়তে হয় তারকাদের। কিন্তু এবার কোনো কিছু না করেই বিতর্কের মুখে পড়তে হলো বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে।

আইপিএল-এ স্টুয়ার্ট বিনির পারফরম্যান্স দেখে হতাশ ববি দেওল নামে এক ব্যক্তি টুইটারে লিখেছেন, “কেকেআর-এর স্টুয়ার্ট বিনি যেনো অভিষেক বচ্চনের রেপ্লিকা! দু’জনেই অপদার্থ, দু’জনেরই স্ত্রী সুন্দরী, দু’জনেই কাজ পান শুধু বাবার তারকাখ্যাতির জোরে! তারা এসব পাওয়ার যোগ্যতা রাখেন না। ”

ঠাণ্ডা মাথায় এই টুইটের জবাব দিয়ে অভিষেক বচ্চন লিখেছেন, “আমি যে পরিস্থিতিতে রয়েছি, আপনি সেখানে আসুন।

এসে আমার জুতা পায়ে দিয়ে একটু হেঁটে দেখান। যদি ১০ কদমও হাঁটতে পারেন, আপনার বক্তব্য মেনে নেবো। কিন্তু আপনার টুইটের ধরনই বলছে- আপনি তা করে উঠতে পারবেন না!”

এই ঘটনার পর ক্ষমা চেয়ে ওই ব্যক্তি লিখেছেন, তিনি শুধু মজা করে কথাগুলো লিখেছিলেন। কিন্তু তিনি অভিষেকের ভক্ত। এমনকি, ‘তেরা জাদু চাল গায়া’র মতো অভিষেকের ফ্লপ ছবিও তিনি সিনেমা হলে গিয়ে দেখেছেন!

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।