ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘রেস থ্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মে ২৫, ২০১৮
ঈদে পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘রেস থ্রি’ ‘রেস থ্রি’ ছবির সহশিল্পীদের সঙ্গে সালমান খান

ঈদ চলাকালীন সময়ে ভারতীয় ছবির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করলো পাকিস্তান। আর এ কারণেই আসন্ন ঈদুল ফিতরে পাকিস্তানে মুক্তি পাবে না সালমান খান অভিনীত ‘রেস থ্রি’।

সম্প্রতি পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ঈদের দুইদিন আগে থেকেই ভারতীয় এবং অন্যান্য বিদেশি ছবির প্রদর্শনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাকিস্তানি ফিল্ম ডিস্ট্রিবিউটরস, এক্সিবিটরস এবং প্রোডাকশন হাউসগুলোর অনুরোধেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আর এই নিষেধাজ্ঞা অনুযায়ী ঈদের সময় পাকিস্তানের কোথাও ভারতীয় এবং বিদেশি কোনো ছবি প্রদর্শিত হবে না। পাকিস্তানি ছবি এবং উৎসবের ওপর জোর দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন সালমান-জ্যাকলিন। এতে তাদের সহশিল্পী হিসেবে আরও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিমসহ প্রমুখ। আগামী ১৫ জুন মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।