ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আনুশকাকে কখনও মেনে নেবে না প্রভাসের পরিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, মে ২৬, ২০১৮
আনুশকাকে কখনও মেনে নেবে না প্রভাসের পরিবার প্রভাস ও আনুশকা শেঠি

গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠির প্রেমের গুঞ্জন। মাঝে শোনা গিয়েছিলো, রূপালি পর্দার জনপ্রিয় এই জুটি খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

কিন্তু বিয়ে তো দূরের কথা প্রভাসের নাকি প্রেমও করতে মানা। আর এমন খবরে রীতোমতো চমকে গেছেন প্রভাস-আনুশকার ভক্তরা।

এ প্রসঙ্গে প্রভাসের একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ‘প্রভাস যদি আনুশকা অথবা অন্য কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করেন তাহলে তার মা-বাবা অথবা পরিবারের সদস্যরা কখনও মেনে নেবেন না। প্রভাস খুবই রক্ষণশীল একটি পরিবার থেকে এসেছেন। তার পরিবার কখনই প্রেমের ব্যাপারটি মানবেন না। ’

প্রভাস ও আনুশকা শেঠিওই সূত্র আরও বলেন, ‘প্রভাস-আনুশকার মাঝে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু তারা কখনই তাদের এ বন্ধুত্ব গভীর হতে দেবেন না। কারণ তারা ভালো করেই জানেন এর কোনো ভবিষ্যৎ নেই। প্রভাসের পরিবার এটি মানবে না। প্রভাস কখনই তার বাবা ও চাচার কথার বাইরে যাবেন না। তিনি পরিবারের পছন্দ মতোই বিয়ে করবেন। ’

কিছুদিন আগে আনুশকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রভাস বলেছিলেন, ‘কোনও অভিনেতা যদি কোনও অভিনেত্রীর সঙ্গে একের বেশি ছবিতে কাজ করেন, তখনই এ ধরনের গুজব শুরু হয়। অতএব এটি নতুন কিছু নয়। আগে খারাপ লাগলেও এখন এসব জল্পনায় কান দেন না বলে জানান তিনি। ’

‘বিল্লা’ (২০০৯), ‘মির্চি’ (২০১৩), ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ (২০১৭) ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন প্রভাস-আনুশকা।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ২৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।