ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদের পর প্রথম শ্বশুরবাড়ি যাবেন মৌসুমী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৮
ঈদের পর প্রথম শ্বশুরবাড়ি যাবেন মৌসুমী ছবি: বাংলানিউজ

বরিশালের ছেলে চিত্রনায়ক ওমর সানী। গৌরনদী উপজেলায় তার পিতৃভূমি। কিন্তু অবাক করা তথ্য হচ্ছে, সংসার জীবনের দু’দশক পার করলেও এখনও পর্যন্ত শ্বশুরবাড়ি যাওয়ার সুযোগ হয়নি তার স্ত্রী অভিনেত্রী মৌসুমীর। এমন তথ্য ওমর সানী নিজেই জানিয়েছেন।

গত ২৪ মে একটি ফ্যাশন হাউজের শো রুম উদ্বোধন করতে বরিশাল গিয়েছিলেন ওমর সানী-মৌসুমী। এবারই প্রথম একসঙ্গে বরিশাল গিয়েছেন এই তারকা দম্পতি।

কিন্তু সময়ের অভাবে মৌসুমী তার শ্বশুরবাড়ি ঘুরতে পারেননি।

এ প্রসঙ্গে শনিবার (২৬ মে) ওমর সানী বাংলানিউজকে বলেন, শুক্রবার একটি শো রুম উদ্বোধন করতে আমরা বরিশাল শহরে গিয়েছিলাম। সেখান থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। কিন্তু হাতে সময় না থাকায় যেতে পারিনি। মৌসুমী এর আগে কখনও আমার গ্রামের বাড়ি যায়নি।

যোগ করে ওমর সানী আরও বলেন, ‘আমি পরিকল্পনা করছি ঈদের পর পুরো পরিবার নিয়ে আমার গ্রামের বাড়িতে ঘুরতে যাবো। এরমধ্য দিয়ে মৌসুমী প্রথম শ্বশুরবাড়ি দেখার সুযোগ পাবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ২৬, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।