ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেয়েকে নিয়ে কেনো চিন্তিত মীরা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মে ২৬, ২০১৮
মেয়েকে নিয়ে কেনো চিন্তিত মীরা? শহিদ কাপুর-মীরা রাজপুত দম্পতি ও মিশা কাপুর

বলিউডের অন্যতম সুখী দম্পতি শহিদ কাপুর ও মীরা রাজপুত। ২০১৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান মিশা কাপুর।

আগামী আগস্টে দুই বছরে পা রাখবে ছোট্ট মিশা। আর মেয়ের এই দ্রুত বেড়ে ওঠা নিয়ে অন্য মায়েদের মতো চিন্তিত মীরাও।

শনিবার (২৬ মে) ইনস্টাগ্রামে মিশার একটি স্থিরচিত্র শেয়ার করেছেন মীরা। যেখানে দেখা যাচ্ছে- কালো রঙা পোশাক ও জুতা পরে ছবি তোলার জন্য পোজ দিয়েছে মিশা।

শেয়ার করা ছবিটির ক্যাপশনে মীরা লিখেছেন, ‘দ্রুত বেড়ে উঠছে মিশা। ’

এদিকে, দ্বিতীয় জন্মদিনের আগেই ছোট ভাই অথবা বোনকে স্বাগত জানাবে ছোট্ট মিশা। কেননা কিছুদিন আগেই মীরার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শহিদ কাপুর।    

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।