ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কাব্য বিলাসের নাটক ‘পরির দেশে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মে ২৬, ২০১৮
কাব্য বিলাসের নাটক ‘পরির দেশে’ কাব্য বিলাসের নাটক ‘পরির দেশে’

শহরের ইট পাথরের চার দেয়ালে বেড়ে উঠছে সাজু। একদিন সে কল্পনায় রূপ কথার পরির দেশে চলে যায়। এটি তার জীবনে অনেক বড় পরিবর্তন এনে দেয়।

তিনি জানতে পারেন পরির দেশ থেকেও আমাদের দেশ অনেক বেশি সুন্দর। কল্পনাতেই দেশপ্রেম ও মূল্যবোধের নানা শিক্ষা পায় সাজু।

এমন রূপকথার গল্প নিয়ে নির্মিত হয়েছে শিশুতোষ নাটক ‘পরির দেশে’। কিশোর নাট্যদল কাব্য বিলাস নাট্যগোষ্ঠীর ব্যানারে এর নির্দেশনা দিয়েছেন নোঈম ইসলাম।

রাহুল রাজের রচনায় এতে আরও অভিনয় করেছেন শিশুশিল্পী জেনিষা, অন্তর, হৃদয়, শরিফ, পারিষা, সজীব, রাসেল, প্লাবন সাহা, প্রিয়াঙ্কা, রিফাত, আশিক, সকাল, জাকির প্রমুখ।

আগামী ৭ জুন ‘পরির দেশে’ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মে ২৬, ২০১৮
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।