ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাঁচ বছরে শাহরুখ-গৌরী পুত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মে ২৭, ২০১৮
পাঁচ বছরে শাহরুখ-গৌরী পুত্র গৌরী খান ও আব্রাম

শাহরুখ খান ও গৌরী খান দম্পতির ছোট ছেলে আব্রাম খান। রোববার (২৭ মে) পাঁচ বছরে বয়সে পা দিলো এই ‘স্টার কিড’।

পরিবারের ছোট ছেলে হওয়ায় স্বাভাবিকভাবেই সবার আদরের সে। টুইটারে আব্রামের সঙ্গে তোলা আদরমাখা স্থিরচিত্র পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন গৌরী খান।

যেখানে মা-ছেলের একান্ত ভালোবাসা ও স্নেহ ফুটে উঠেছে।

টুইটারে দু’টি স্থিরচিত্র পোস্ট করে গৌরী লিখেন, ‘শুভ জন্মদিন আমার গর্জিয়াস’।

গৌরী ছাড়াও বলিউড পাড়ার অনেকেই আজ শাহরুখ পুত্রকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।

২০১৩ সালে খান পরিবারের ছোট সদস্যের জন্ম হয় সরোগেসির মাধ্যমে। শাহরুখ-গৌরীর অন্য দুই সন্তান আরিয়ান ও সুহানা।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ২৭, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।