ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাকিস্তানে মুখোমুখি হবেন সালমান ও রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ২৭, ২০১৮
পাকিস্তানে মুখোমুখি হবেন সালমান ও রণবীর 'রেস থ্রি' ও 'সঞ্জু' পোস্টার

ঈদ উপলক্ষে ১৫ জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল আলোচিত চলচ্চিত্র ‘রেস থ্রি’। তবে ঈদের সময় পাকিস্তানে ভারতীয় নতুন ছবি মুক্তিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

আর এ কারণেই ঈদুল ফিতরে পাকিস্তানে মুক্তি পাবে না সালমান খান-ববি দেওল অভিনীত ‘রেস থ্রি’। তবে শোনা যাচ্ছে ছবিটি পাকিস্তানে মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২৯ জুন।

আর একই দিনে মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর অভিনীত বছরের আরেকটি আলোচিত ছবি ‘সঞ্জু’। এর ফলে পাকিস্তানের বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন সালমান খান ও রণবীর কাপুর।

পাকিস্তানের এক পরিবেশক পিংকভিলাকে জানিয়েছেন, ‘সুঞ্জ’ নিয়ে পাকিস্তানের দর্শকের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে সালমান খানের ছবি নিয়েও উত্তেজনা কম নেই। দেশটিতে ‘বজরঙ্গি ভাইজান’ রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিলো।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
জেআইএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।