ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনিলের কাছে কেনো ক্ষমা চাইলেন দীপিকা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, মে ২৮, ২০১৮
অনিলের কাছে কেনো ক্ষমা চাইলেন দীপিকা? জিকিউ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুর

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে জিকিউ অ্যাওয়ার্ড। যেখানে উপস্থিত ছিলো বলিউডের নামি-দামি তারকা। আর সেই অনুষ্ঠানেই অভিনেতা অনিল কাপুরের কাছে ক্ষমা চাইতে দেখা গেলো অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। কিন্তু কেনো?

গত ৮ মে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। মেয়ের বিয়েতে গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনিল।

উপস্থিত হয়েছিলেন, অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান-গৌরি খান দম্পতি, অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতির মতো তারকা।

এমনকি দীপিকার প্রেমিক রণবীর সিংও গিয়েছিলেন সোনমের বিয়েতে। কিন্তু দেখা পাওয়া যায়নি দীপিকার। আর সোনমের বিয়েতে উপস্থিত না থাকতে পারার জন্যই অনিলের কাছে ক্ষমা চেয়েছেন ‘পিকু’খ্যাত এই তারকা।

জিকিউ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনিল দীপিকাকে বলেন, ‘তোমাকে খুব মিস করেছি। ’ এর উত্তরে ক্ষমা চেয়ে দীপিকা বলেন, ‘আমি জানি। এজন্য আমি খুবই দুঃখিত। কিন্তু সেসময় আমি কান চলচ্চিত্র উৎসবে ছিলাম। ’  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।