ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জমে উঠেছে নিক-প্রিয়াঙ্কার প্রেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মে ২৯, ২০১৮
জমে উঠেছে নিক-প্রিয়াঙ্কার প্রেম মেট গালা অনুষ্ঠানে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাস ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের গুঞ্জন। কিন্তু বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তারা।

সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার কয়েকটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের মাঝে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন নিক-প্রিয়াঙ্কা।

আর তাদের ঘনিষ্ঠ স্থিরচিত্রগুলো দেখেই বোঝা যাচ্ছে, কতোটা জমে উঠেছে তাদের প্রেম।  

এর আগে, মেট গালার লালগালিচায় নিক জোনাসের সঙ্গে হেঁটেছিলেন প্রিয়াঙ্কা। এ প্রসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা বলেছিলেন, তারা দু’জনই সেদিন র‍্যালফ লরেনের ডিজাইন করা পোশাক পরেছিলেন বলে একসঙ্গে দেখা দিয়েছিলেন।

বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়াঅনুষ্ঠান শেষে নিকের একসঙ্গে উধাও হয়ে গিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, “আমার কাজ শেষ হয়ে গিয়েছিলো! তাই ও যখন বললো এবার উঠবে না কি, আমরা একসঙ্গে বেরিয়ে গেলাম! এই তো!”

এরপর একটি ভিডিতে দেখা গিয়েছিলো, লস অ্যাঞ্জেলসের ডজার্স স্টেডিয়ামে নিকের হাত ধরে ফুটবল খেলা দেখতে হাজির হয়েছেন পিসি!

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।