ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তুষার পুত্রের জন্মদিনে বিশেষ অতিথি তৈমুর-যশ-রুহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, জুন ২, ২০১৮
তুষার পুত্রের জন্মদিনে বিশেষ অতিথি তৈমুর-যশ-রুহি ছবি: সংগৃহীত

সারোগেসি (গর্ভ ভাড়া করে) পদ্ধতিতে ২০১৬ সালে পুত্র সন্তানের বাবা হয়েছেন তুষার কাপুর। বলিউডের এই অভিনেতা তার আদরের ছেলের নাম রেখেছেন লক্ষ্য।

শুক্রবার (০১ জুন) ছিলো লক্ষ্যর দ্বিতীয় জন্মদিন। এ উপলক্ষে এক জমকালো পার্টির আয়োজন করেছিলেন তুষার কাপুর।

যেখানে সন্তানদের নিয়ে উপস্থিত হয়েছিলেন বলিউডের নামি-দামি তারকা।

লক্ষ্যর জন্মদিনের বিশেষ অতিথি নাকি ছিলো কারিনা কাপুর খানের ছেলে তৈমুর আলি খান ও করণ জোহরের যমজ সন্তান যশ ও রুহি। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

ছেলে লক্ষ্যর সঙ্গে তুষার কাপুরমজার বিষয় হলো- করণ জোহর নিজেও সারোগেসি পদ্ধতিতে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে যমজ সন্তানের বাবা হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।