ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চোট পাওয়া পা নিয়েই শুটিংয়ে রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুন ৫, ২০১৮
চোট পাওয়া পা নিয়েই শুটিংয়ে রণবীর (বায়ে) অমিতাভের সঙ্গে শুটিংয়ে রণবীর ও হাসপাতালের বেডে শুয়ে আছেন রণবীর

সম্প্রতি পুনেতে একটি চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ম্যাচ চলাকালে বল নিয়ে দৌড়াতে গিয়ে অসাবধানতাবসত ডান পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি।

তখন মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে রণবীরকে হাসপাতালে নেওয়ার পর পায়ে ব্যান্ডেজ নিয়ে বাসায় ফেরেন ‘তামাশা’খ্যাত এই অভিনেতা।

জানা গেছে, সেই ম্যাচে আরও অংশ নিয়েছিলেন অভিষেক বচ্চন, সাব্বির আহ্লুওয়ালিয়া, করণ ওয়াহি, আরমান জেনসহ বেশ কয়কজন তারকা।

এদিকে, পায়ের আঘাত রণবীরকে আটকে রাখতে পারেনি। মঙ্গলবার (০৫ জুন) গোয়ায় ‌‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চন। বিষয়টি রণবীর কাপুরের ফ্যান পেইজ থেকে টুইট করে জানানো হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে দু’টি স্থিরচিত্র।

আগামী ২৯ জুন মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর অভিনীত বায়োপিক ‘সঞ্জু’।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
জেআইএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।