ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইরফানকে নিয়ে পালিয়ে গেলেন তিশা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জুন ৫, ২০১৮
ইরফানকে নিয়ে পালিয়ে গেলেন তিশা! ইরফান ও তিশা

অনেক জেদি মেয়ে তানজিন তিশা। পারিবারিক ভ্রমণে একটি রিসোর্টে গিয়ে ইরফান সাজ্জাদের সঙ্গে তার পরিচয়। পরে অল্প সময়ের কথোপকথনেই ইরফানকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেন তিশা!

ইচ্ছা না থাকা সত্ত্বেও তিশার জেদের কাছে হার মেনে পালাতে বাধ্য হন ইরফান। দু’জন মিলে গ্রাম-জঙ্গল চষে বেড়ান।

একপর্যায়ে তিশার পাগলামিগুলোই ইরফানের ভালো লাগতে থাকে। প্রেমে পড়ে যান তিনি। তবে তাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ান পরিবারের সদস্যরা।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘আমার বিয়ে’। তিন পর্বের ঈদের বিশেষ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। সম্প্রতি নাটকটির শুটিংও শেষ হয়েছে। ইরফান ও তিশা বাংলানিউজকে অমি বলেন, ঈদে আমার মোট চারটি নাটক আসছে। এর মধ্যে ‘আমার বিয়ে’ নাটকটি অন্যতম। তিশা ও সাজ্জাদ ভাইকে নিয়ে কাজ করতে সবসময়ই ভালো লাগে। জটিল চরিত্রগুলো তারা সহজেই করে ফেলেন। এই নাটকেও তারা দারুণ অভিনয় করেছেন। আশা করি ‘আমার বিয়ে’ নাটকটি দর্শকের আনন্দ দেবে।

সাজ্জাদ-তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও সানজিদা তন্ময়সহ অনেকেই।

ঈদের দিন থেকে টানা তিনদিন নাটকটি দীপ্ত টিভিতে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।