ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে টিভি পর্দায় ‘ভালো থেকো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুন ৬, ২০১৮
ঈদে টিভি পর্দায় ‘ভালো থেকো’ আরিফিন শুভ ও তানহা তাসনিয়া

ঈদে টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’র। গত ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ছবিটি।

এ প্রসঙ্গে ‘ভালো থেকো’র প্রযোজক জাহিদ হাসান অভি বাংলানিউজকে বলেন, ঈদে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকদের ঈদ আনন্দের অংশ হতে যাচ্ছে ‘ভালো থেকো’। প্রথমবার টিভি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে।

ছবিটিতে আরিফিন শুভর নায়িকা তানহা তাসনিয়া। এতে অভিনয় করেছেন দুই নন্দিত অভিনেতা ও নির্মাতা কাজী হায়াৎ এবং আমজাদ হোসেন। রয়েছেন আসিফ ইমরোজ ও অরুণা বিশ্বাস।

দি অভি কথাচিত্র প্রযোজিত ‘ভালো থেকো’ দেশের ৮৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো। ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫মিনিটে চ্যানেল আইতে ছবিটির টিভি প্রিমিয়ার হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ০৬ , ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।