ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

‘ধাড়াক’ নিয়ে হাজির জানভি-ইশান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জুন ১১, ২০১৮
‘ধাড়াক’ নিয়ে হাজির জানভি-ইশান (ভিডিও) ইশান খাত্তার ও জানভি কাপুর

প্রকাশিত হলো জানভি কাপুর ও ইশান খাত্তার অভিনীত ‘ধাড়াক’ ছবির ট্রেলার। সোমবার (১১ জুন) দুপুরে ইউটিউবে প্রকাশ করা হয় ট্রেলারটি।

ইশান খাত্তার ও জানভি কাপুরপার্থিনী ও মধুর ভালোবাসার গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘ধাড়াক’। এতে পার্থিনী চরিত্রে রয়েছেন শ্রীদেবী কন্যা জানভি কাপুর এবং মধু চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুরের ভাই ইশান খাত্তার।

ইশান খাত্তার ও জানভি কাপুর২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি সংস্করণ ‘ধাড়াক’। এটি পরিচালনা করছেন শশাঙ্ক খাইতান এবং প্রযোজনায় রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। আগামী ২০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি।

** ‘ধাড়াক’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ১১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।