ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

বারী সিদ্দিকীর মেয়ের ঈদ উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ১২, ২০১৮
বারী সিদ্দিকীর মেয়ের ঈদ উপহার ছবি: সংগৃহীত

ঈদে শ্রোতা ও দর্শকদের দুটি মিউজিক ভিডিও উপহার দিচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর মেয়ে এলমা সিদ্দিকী।

‘বারুদমাখা ঘরে’ শিরোনামের গানের ভিডিও এরইমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আগামী ১৩ জুন উন্মুক্ত করা হবে ‘আমি কি আর’র মিউজিক ভিডিও।

ব্যতিক্রমী গায়কীর মাধ্যমে অল্প সময় নজর কেড়েছেন এলমা সিদ্দিকী। বাবা বারী সিদ্দিকীর মতোই সংগীতে স্বতন্ত্র অবস্থান গড়তে চলেছেন তিনি। গত এপ্রিলে একক অ্যালবাম ‘ভালোবাসার পরে’ দিয়ে সংগীতে জগতে আত্মপ্রকাশ হয় তার।

এলমা জানান, এবারের ঈদটি তার জন্য মিশ্র অনুভূতির। বাবাকে ছাড়া কাটাতে হবে এই উৎসব। অন্যদিকে নিজের মৌলিক গানের ভিডিও দেখবে সবাই।

এলমার গাওয়া ‘বারুদমাখা ঘরে’ গানটির সুর করেছেন কুমার বিশ্বজিৎ, সংগীতায়োজন করেছেন কিশোর। অন্যদিকে ‘আমি কি আর’ গানটির সুর-সংগীতায়োজন করেছেন যথাক্রমে প্লাবণ কোরেশী ও পংকজ। দুটি গানই লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। ভিডিও নির্মাণ করেছেন সাদাত হোসাইন ও হৃদয়।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।