ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

চিত্রনায়িকা সাদিয়া গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
চিত্রনায়িকা সাদিয়া গ্রেফতার চিত্রনায়িকা সাদিয়া আফরিন

ঢাকা: আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা এক মামলায় চিত্রনায়িকা সাদিয়া আফরিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৪ জুন) সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১২ জুন) কিশোরগঞ্জের বাজিতপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোল্যা নজরুল ইসলাম জানান, ২০১৩ সালে মিজানুর রহমান খান নামে এক ব্যবসায়ীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সাদিয়ার। পরিচয়ের সূত্রে সাদিয়া জানান, তার স্বামী বিদ্যুৎ কুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন এবং মিজানুরকে তাদের নির্মিত সিনেমাতে বিনিয়োগ করার প্রলোভন দেখান। প্রলোভন দেখিয়ে সাদিয়া মিজানুরের কাছ থেকে কয়েকবারে আড়াই কোটি টাকা হাতিয়ে নেন।

এরপর বেশ কিছুদিন পার হয়ে গেলেও তারা সিনেমা না বানিয়ে টালবাহানা শুরু করেন। এরপর টাকা ফেরত চাইলে সাদিয়া সাফ জানিয়ে দেন তিনি টাকা দিতে পারবেন না।

এমন অভিযোগ এনে ২১ মে মিরপুর থানায় ব্যবসায়ী মিজানুর মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ১২ জুন কিশোরগঞ্জ থেকে সাদিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, আদালতে হাজির করা হলে আবেদনের প্রেক্ষিতে আদালত সাদিয়ার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঈদের পর তাকে রিমান্ডে নেওয়া হবে। বর্তমানে সাদিয়া কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।