ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করে বিপাকে ইমন-মানতাসা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
বিয়ে করে বিপাকে ইমন-মানতাসা! ইমন ও মানতাসা

হুট করেই বিয়ে করে ফেলেছেন উথাল আর ইশাল। কেউই পরিবারের ভয়ে বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না! কাজী অফিস থেকে বন্ধুরা ওদেরকে একা ফেলে চলে গেছেন। রাস্তা আর পার্কই এখন তাদের শেষ ভরসা!

কিন্তু রাত কাটবে কিভাবে? বাসর হবে না? বিয়ে করে বিপাকেই পড়ে গেলেন তারা।   এমন অনেক প্রশ্নই ঘুরপাক করছে উথাল আর ইশালের মাথায়।

এরমধ্যে রাতে তাদের সঙ্গে দেখা হয় ষাটোর্ধ এক দম্পতির। তারাও একসময় পালিয়ে বিয়ে করেছিলেন। গল্পটা মিলে যায় অনেকটাই। কিন্তু তাতে সমাধান মেলে না। রাতে রাস্তায় ওদেরকে আটক করে পুলিশ। এরপর কী ঘটবে?

জানতে হলে দেখতে হবে নাটক ‘টোনাটুনির প্রেম’। নূর সিদ্দিকীর রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন।

এতে ইশাল চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার-২০১৮ বিজয়ী মিম মানতাসা ও তার বর উথালের চরিত্রে মামনুন ইমন। এছাড়া এতে আরও রয়েছেন আজম বাবুসহ আরও অনেকে।

লাক্স নিবেদিত ‘টোনাটুনির প্রেম’ ঈদের তৃতীয় দিন রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
জেআইএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।