ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

সালমান খানকে শুভ কামনা জানিয়েছেন আমির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
সালমান খানকে শুভ কামনা জানিয়েছেন আমির খান সালমান খান ও আমির খান

এ বছরের আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘রেস থ্রি’ শুক্রবার (১৫ জুন) মুক্তি পেয়েছে। মুক্তির প্রথমদিনেই সিনেমাটি দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। সালমান ভক্তদের দাবি ‘রেস থ্রি’ ব্লকবাস্টার হতে যাচ্ছে।

এদিকে সালমান খানের সিনেমাটির জন্য শুভকামনা জানিয়ে টুইট করেছেন তার বন্ধু ও বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

টুইটারে তিনি লিখেছেন, ‘হাই সালমান।

আমি এখনও দেখিনি, কিন্তু আমি নিশ্চিত পরিবারকে নিয়ে অবশ্যই ‘রেস থ্রি’ দেখতে যাবো। কাজের জায়গা থেকে এবং মন থেকে তোমাকে আমি ভালোবাসি। তোমার নতুন সিনেমার ট্রেলার আমার অনেক পছন্দ হয়েছে। এটি ব্লকবাস্টার হবে এবং অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। ভালোবাসা। ’

আগের দুই কিস্তি ‘রেস’ ও ‘রেস টু’র অভিনেতা সাইফ আলি খানকে হটিয়ে ‘রেস থ্রি’ নিয়ে হাজির হলেন সুপারস্টার সালমান খান।

ঈদুল ফিতর উপলক্ষে ভারত ও বিশ্বের বেশ কয়েকটি দেশে ‘রেস থ্রি’ মুক্তি পেয়েছে। রেমো ডি’সুজা পরিচালিত ছবিটিতে সালমানের পাশাপাশি আরও অভিনয় করেছেন ববি দেওল, অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ ও শাকিব সেলিম।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।