ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিউ ইয়র্কের রাস্তায় প্রিয়াঙ্কা-নিকের প্রেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
নিউ ইয়র্কের রাস্তায় প্রিয়াঙ্কা-নিকের প্রেম নিউ ইয়র্কের রাস্তায় প্রিয়াঙ্কা-নিক

ব্রাজিল ঘোরাঘুরি শেষে সম্প্রতি নিউ ইয়র্ক ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সেখানে কিছুদিন থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেবেন প্রিয়াঙ্কা। কেননা আগামী সপ্তাহ থেকে শুরু হবে পিসির বলিউড কামব্যাক ছবি ‘ভারত’-এর শুটিং।

নিউ ইয়র্কের রাস্তায় প্রিয়াঙ্কা-নিকমুম্বাইয়ে ফিরে আসার আগে প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটিয়ে নিচ্ছেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার (০৫ জুলাই) সকালে নিউ ইয়র্কের রাস্তায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে এই জুটিকে।

নিউ ইয়র্কের রাস্তায় সাইকেল চালাচ্ছেন প্রিয়াঙ্কা-নিকশুধু হাত ধরে ঘোরাঘুরি নয়, দু’জনে মিলে একসঙ্গে সাইকেলও চালিয়েছেন। এরইমধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিগুলো। যেখানে দেখা যাচ্ছে- দু’জনে একই রঙের পোশাক পরেছেন।

নিকের ভাই ও তার প্রেমিকার সঙ্গে প্রিয়াঙ্কা-নিকএসময় এই জুটিকে সঙ্গ দিয়েছেন নিকের ভাই জোই জোনাস ও তার প্রেমিকা অভিনেত্রী সোফিয়া টার্নার। তারা সকলে মিলে একসঙ্গে ছবিও তুলেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।