ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন সিনেমায় আবার এক হবেন হিরানি-রণবীর?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
নতুন সিনেমায় আবার এক হবেন হিরানি-রণবীর? রণবীর কাপুর ও রাজকুমার হিরানি

যখন হিরানি-রণবীরের ‘সঞ্জু’ বিশ্ব মাতাচ্ছে। ঠিক তখন এলো আরেকটি নতুন খবর। এই জুটি আবারও একসঙ্গে কাজ করবেন!

হিরানি এর আগে সঞ্জয় দত্তকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘লাগে রাহো মুন্নাভাই’ এবং আমির খানকে নিয়ে ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’। দুই অভিনেতাকে নিয়ে দুটি করে সিনেমা নির্মাণ করেছেন এই পরিচালক।

তাই অনেকেই ধারণা করছেন এবার তিনি রণবীরকে নিয়েও আরও সিনেমার কাজ করবেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর হিরানির কাছে জানতে চান, এই সিনেমাগুলোর মতো তারা দু’জন আবার একসঙ্গে কাজ করবেন কিনা?

উত্তরে হিরানি সবাইকে অবাক করে বলেন, ‘সঞ্জু’র পর রণবীরের সঙ্গে আর কাজ করবেন না।

তবে হিরানির ঘনিষ্ঠ একটি সূত্র বলেন, তখন রাজু রসিকতা করেছেন। তিনি এরইমধ্যে রণবীরকে নিয়ে পুনরায় কাজ করার পরিকল্পনা নিয়েছেন এবং সে মতো কাজ করছেন।
 
এদিকে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ প্রথম সপ্তাহে ২০০ কোটি রূপি ঘরে তুলেছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে ছবিটি খুব শিগগিরই ৩০০ কোটির ক্লাবে পৌঁছাবে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।