ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লেলিনের ‘লায়লা মজনু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
লেলিনের ‘লায়লা মজনু’ ‘লায়লা মজনু’ মিউজিক ভিডিওর একটি দৃশ্য

কিছুদিন আগে লেলিনের সুর ও সংগীতে ‘মালেকাবানু’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছিল। এতে কণ্ঠ দিয়েছিলেন নার্গিস।

এবার লেলিনের কণ্ঠে গাওয়া ‘লায়লা মজনু’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।

তারেক তুহীনের কথায় গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন লেলিন নিজেই।

মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আবদুল আল মামুন। এতে মডেল হয়েছেন নাবির ও রিয়েলি। প্রকাশ করেছে সিডি চয়েস মিউজিক।

এ প্রসঙ্গে লেলিন বলেন, গানটির কথাগুলো চমৎকার। আমি কথার সঙ্গে মিল রেখে সুর ও সংগীতায়োজন করেছি। মিউজিক ভিডিওটিও নির্মাতা সুন্দর ভাবে নির্মাণ করেছেন। আশা করছি ভালো লাগবে।

**‘লায়লা মজনু’র মিউজিক ভিডিও

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।