ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হবু শ্বশুরের সঙ্গে দেখা করলেন রণবীর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
হবু শ্বশুরের সঙ্গে দেখা করলেন রণবীর! মহেশ ভাট, রণবীর কাপুর ও আলিয়া ভাট

প্রেমিকা আলিয়া ভাটের বাবা মহেশ ভাটের সঙ্গে দেখা করেছেন অভিনেতা রণবীর কাপুর। শুক্রবার (০৬ জুলাই) রাতে আলিয়ার বাসায় দেখা গেছে ‘সঞ্জু’খ্যাত এই তারকাকে। সেখানে নৈশভোজেও অংশ নিয়েছেন তিনি।

আলিয়া ভাট, রণবীর কাপুর ও মহেশ ভাটমহেশ ভাটের সঙ্গে আলিয়া ও রণবীরের কয়েকটি স্থিরচিত্র এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, আলিয়ার বাবা প্রযোজক-পরিচালক মহেশ ভাটের সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছেন এই প্রেমিক যুগল।

সবার মুখে এখন একটাই প্রশ্ন, মহেশ ভাটের সঙ্গে কী কথা হলো রণবীরের? তবে সে প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি।  

সোনম কাপুরের বিয়েতে রণবীর-আলিয়া একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই বলিউড পাড়ায় তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়। অবশ্য প্রেম করার বিষয়টি সংবাদ মাধ্যমে অকপটেই স্বীকার করছেন রণবীর কাপুর। আলিয়া ভাটের বাসায় রণবীর কাপুররণবীর ও আলিয়া প্রথমবার আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় হাজির হচ্ছেন। এতে আরও অভিনয় করছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।