ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইমন-স্বপ্নীলের ‘খয়েরি বিকেল’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
ইমন-স্বপ্নীলের ‘খয়েরি বিকেল’ স্বপ্নীল সজীব ও ইমন চক্রবর্তী

বাংলাদেশের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। একই গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বাংলাদেশের স্বপ্নীল সজীব। সম্প্রতি দু’জনই ‘খয়েরি বিকেল’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন।

গানটির কথা লিখেছেন গালিব সরদার ও সুর করেছেন এহসান রাহী। সংগীতায়োজনে ছিলেন আমজাদ হোসেন।

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

গানটি প্রসঙ্গে স্বপ্নীল বলেন, রবীন্দ্র সংগীতশিল্পী হিসেবে শ্রোতারা আমাকে অশেষ ভালোবাসা ও স্বীকৃতি দিয়েছেন। কিন্তু এই প্রথম ইমন চক্রবর্তীর সঙ্গে একটি রোমান্টিক এবং প্রেমের গান নিয়ে উপস্থিত হচ্ছি।

ইমন বলেন, স্বপ্নীল আমার খুব ভালো বন্ধু। তার সঙ্গে বাংলাদেশে একটি সম্পূর্ণ আধুনিক মৌলিক গান করছি। আর এটি আমার জন্য ভীষণ ভালো লাগার বিষয়। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালোবাসা পাবো।

আগামী ৯ জুলাই ‘খয়েরি বিকেল’ গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।