ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের থেকে কেনো দূরে সরে থাকছেন লুলিয়া?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
সালমানের থেকে কেনো দূরে সরে থাকছেন লুলিয়া? সালমান খান ও লুলিয়া ভানটুর

রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভানটুরের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে বলিউড সুপারস্টার সালমান খানের। গত কয়েক বছর ধরে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড মহলে। কিন্তু প্রেমের বিষয়টি নিয়ে আজ পর্যন্ত মুখ খোলেননি তারা।

মাঝে শোনা গিয়েছিলো, সালমান-লুলিয়ার বাগদান সম্পন্ন হয়ে গিয়েছে। এমনকি তারা খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

কিন্তু সে খবর সত্যি হয়নি।

এরইমধ্যে শোনা গেলো নতুন খবর, প্রেমিক সালমান খানের থেকে নাকি দূরে সরে থাকছেন লুলিয়া ভানটুর। তাই এ বছর সালমানের সঙ্গে ‘দাবাং ট্যুর’-এ যাননি তিনি। এখন পরিবারের সকল সদস্যকে নিয়ে ইতালিতে ছুটি কাটাচ্ছেন তিনি।

পরিবারের সদস্যদের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন লুলিয়া ভানটুরএ বছর ‘দাবাং ট্যুর’-এ সালমান খানের প্রাক্তন প্রেমিকা জ্যাকলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ ও ডেউজি শাহ গিয়েছেন বলেই নাকি সেখানে যাননি লুলিয়া ভানটুর। আর এ কারণেই সালমানের থেকে দূরে সরে থাকছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।