ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফুটবল কোচ হচ্ছেন অজয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
ফুটবল কোচ হচ্ছেন অজয়! অজয় দেবগণ

খেলোয়াড় কিংবা কোচদের জীবনী নিয়ে বলিউডে বেশ কিছু সিনেমা নির্মিত হয়েছে। এরমধ্যে হকি কোচ হিসেবে অভিনয় করেছিলেন শাহরুখ খান, হকি খেলোয়াড় হিসেবে অক্ষয় কুমার ও ক্রিকেটার হিসেবে সুশান্ত সিং রাজপুত পর্দায় হাজির হয়েছিলেন।

এবার ভারতের কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে একটি সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অজয় দেবগণ।

সম্প্রতি জি স্টুডিও’র অফিশিয়াল টুইটার পেজ থেকে ‘সিংহাম’খ্যাত এই তারকার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৈয়দ আব্দুল রহিম ১৯৫০ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত ভারতীয় ফুটবল দলের কোচ এবং টিম ম্যানেজার হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ১৯৬২ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতকে জয় এনে দিয়েছিলেন।

বনি কাপুর ও জি স্টুডিও সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে। বনি আশা করছেন এই সিনেমাটি ভারতের ফুটবলের জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে। পাশাপাশি এতে অজয়ের যুক্ত হওয়াটা নানাভাবে অনেককে ফুটবল খেলতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।