ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কেন জলদি বিয়ে করলেন শাহরুখ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
কেন জলদি বিয়ে করলেন শাহরুখ? শাহরুখ খান ও গৌরী খান। ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘আস্ক মি অ্যানি কোয়েশ্চেন’ নামক একটি ফিচার চালু করেছে ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম। যেখানে ভক্তরা চাইলেই তাদের পছন্দের তারকার কাছে যে কোনো প্রশ্ন করতে পারবেন।
 

এই ফিচারটি ব্যবহার করে এরই মধ্যে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত ও সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশালা দত্ত।

এবার এই ফিচারটি ব্যবহার করে ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

শাহরুখ খান ও গৌরী খান যেখানে কিং খানের একজন ভক্ত তাকে প্রশ্ন করেন আপনি কেনো এতো জলদি বিয়ে করেছেন স্যার? জবাবে ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই তারকা জানান, ‘ভাই ভালোবাসা ও সৌভাগ্য জীবনে যে কোনো সময় চলে আসে। গৌরীর সঙ্গে দুটিই আমার জীবনে এসেছে। ’

১৯৯১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন শাহরুখ-গৌরী। আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান নামে তাদের তিন সন্তান রয়েছে।

আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির শুটিং করছেন শাহরুখ খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। এছাড়া একটি অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।