ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাজে অমিতাভের ‘পুনরুজ্জীবন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
জাজে অমিতাভের ‘পুনরুজ্জীবন’ আব্দুল আজিজ ও অমিতাভ রেজা

নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সিনেমাটির নাম ‘পুনরুজ্জীবন’। প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া।

রোববার (১৫ জুলাই) জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে জাজের কর্ণধার আব্দুল আজিজ ও অমিতাভ রেজার একসঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করা ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘ফাইনাল হলো গ্রেট ডিরেক্টর অমিতাভ রেজা ভাইয়ের সঙ্গে।

সিনেমা ‘পুনরুজ্জীবন’। রচনা ও পরিচালনায় অমিতাভ রেজা। বাকি ঘোষণা আসছে, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যমে। ’

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।