ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আলিয়া তোমাকে বাড়িতে পৌঁছে দেবো?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
আলিয়া তোমাকে বাড়িতে পৌঁছে দেবো? রণবীর কাপুর ও আলিয়া ভাট

চুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে। এমনকি একে অপরের পরিবারের সঙ্গেও দেখা করেছেন তারা। কিন্তু প্রেমের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি কেউ।

সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে রণবীর-আলিয়ার ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একজন দায়িত্বশীল প্রেমিকের মতো আলিয়াকে গাড়িতে করে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিচ্ছেন রণবীর।

তবে এই ভিডিওটি ২০১৭ সালের নভেম্বরের।

জানা গেছে, ওই সময় অঙ্গদান সম্পর্কে সচেতনতামূলক একটি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন রণবীর-আলিয়া। আর সেসময় করা হয়েছিলো ভিডিওটি। যেখানে রণবীরকে প্রশ্ন করতে শোনা যাচ্ছে- ‘তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ’ এর জবাবে আলিয়া ‘হ্যাঁ’ বলেন।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর-আলিয়া। এই প্রথম একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন তারা। ছবিতে তাদের পাশাপাশি আরও দেখা যাবে মৌনি রয়কে।

** রণবীর-আলিয়ার ভাইরাল হওয়া সেই ভিডিও

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।