ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমিকের প্রাক্তন প্রেমিকাকে শুভেচ্ছা জানালেন আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
প্রেমিকের প্রাক্তন প্রেমিকাকে শুভেচ্ছা জানালেন আলিয়া ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর ও আলিয়া ভাট

একসময় চুটিয়ে প্রেম করেছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। কিন্তু হঠাৎ করেই সে সম্পর্কের পাট চুকিয়ে ফেলেন তারা। এরপর আর কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি ক্যাট।

ক্যাটরিনা প্রেমের সম্পর্কে না জড়ালেও রণবীরের জীবনে এসেছে নতুন কেউ। তিনি হলেন বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাট।

গত কয়েক মাস ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একে অপরের পরিবারের সঙ্গেও দেখা করেছেন তারা। কিন্তু প্রেমের বিষয়টি এখনও স্বীকার করেননি এই জুটি।

মজার বিষয় হলো- আজ ক্যাটরিনার ৩৫তম জন্মদিন। আর এই বিশেষ দিনটিতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাট।

ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়ে আলিয়া টুইটারে লিখেছেন, ‘তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।