ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মীরার বেবি শাওয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
মীরার বেবি শাওয়ার স্বামী শহিদ কাপুরের সঙ্গে মীরা রাজপুত

খুব শিগগিরই দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন অভিনেতা শহিদ কাপুর ও মীরা রাজপুত দম্পতি। তাই রোববার (১৫ জুলাই) মীরার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শহিদ। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বলিউডের কয়েকজন তারকা।

বেবি শাওয়ার অনুষ্ঠানে সাদার মধ্যে কালো বল ছাপার কাঁধ খোলা একটি টপস পড়েছিলেন মীরা।  

এরইমধ্যে বেবি শাওয়ার অনুষ্ঠানের কয়েকটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শহিদ কাপুর।

যেখানে দেখা যাচ্ছে, স্বামীকে নিয়ে কেক কাটছেন মীরা।

২০১৫ সালে দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন শহিদ কাপুর। মিশা কাপুর নামে একটি কন্যা সন্তানও রয়েছে এই দম্পতির।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।