ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুক্রবার মুক্তি পাচ্ছে জিৎ-মিমের ‘সুলতান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
শুক্রবার মুক্তি পাচ্ছে জিৎ-মিমের ‘সুলতান’ জিৎ ও মিম

বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার নায়ক জিতের সিনেমা ‘সুলতান দ্যা সেভিয়ার’। সোমবার (১৬ জুলাই) জিৎ নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জিৎ লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা। বলতে ভালো লাগছে যে, আগামী শুক্রবার (২০ জুলাই) বাংলাদেশে ‘সুলতান’ মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমাটি দেখবেন, কেমন লাগলো আমাকে সেটাও জানাবেন। আমি আপনাদের অনুভূতি জানার অপেক্ষায় থাকব’।

রাজা চন্দ পরিচালিত এতে জিতের নায়িকা বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। এই সিনেমাতেই তারা দুজন প্রথম একসঙ্গে অভিনয় করলেন। আরও অভিনয় করেছেন বাংলাদেশের নাদের চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, তাসকিন রহমান, আমান রেজা, কলকাতার প্রিয়াঙ্কা সরকার ও মুকুল দেব।

এদিকে সিনেমাটি গত রোববার (১৫ জুলাই) বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর বোর্ডের অনুমতি পায়। জিৎ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘সুলতান’ বাংলাদেশে আমদানি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে। আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।

গত ঈদ উপলক্ষে ‘সুলতান’ কলকাতায় মুক্তি পেয়েছিল।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।