ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুটিং করতে গিয়ে আহত ভিকি কৌশল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
শুটিং করতে গিয়ে আহত ভিকি কৌশল 'সঞ্জু'র পোস্টারে রণবীরের সঙ্গে ভিকি কৌশল

সার্বিয়াতে ‘উড়ি’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ‘সঞ্জু’খ্যাত অভিনেতা ভিকি কৌশল। গত সপ্তাহে মারপিট দৃশ্যের শুটিংয়ের সময় ডান হাতে আঘাত পান তিনি।

ডাক্তার জানিয়েছেন, পেশীতে আঘাত পাওয়ার ফলে তাকে নিয়মিত ফিজিওথেরাপি নিতে হচ্ছে।

জানা গেছে, আঘাত পাওয়ার পরও ভিকি সার্বিয়াতে শুটিং চালিয়ে গেছেন।

তবে সিনেমার টিম তার আঘাতের পর যন্ত্রণা যাতে না বাড়ে সেভাবে শুটিংয়ের পরিকল্পনা নিয়েছিল।

২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর জাম্মু ও কাশ্মীরে ভারতীয় আর্মির ‘সার্জিক্যাল অ্যাটাক’ উড়ির সন্ত্রাসীদের উপর চালানো অপারেশনকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে ইয়ামি গৌতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

রাজকুমার হিরানির ‘সঞ্জু’তে সঞ্জয় দত্তের বন্ধু কামলির চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি। এ সিনেমা মুক্তির আগেই তিনি ‘উড়ি’র শুটিং শুরু করেন। ‘সঞ্জু’র আগে ‘রাজি’তে অভিনয় করেছেন ভিকি।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।