ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুবাইতে একান্তে সময় কাটাচ্ছেন সালমান-জ্যাকলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
দুবাইতে একান্তে সময় কাটাচ্ছেন সালমান-জ্যাকলিন সালমান ও জ্যাকলিন

সম্প্রতি বলিউড সুপারস্টার সালমান খান দাবাং: দ্য ট্যুর রিলোডেড অনুষ্ঠান শেষ করেছেন। তার সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহর মাতিয়েছেন ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ ও সোনাক্ষী সিনহা।

ট্যুর শেষ করে ক্যাটরিনা পরিবারের সঙ্গে দেখা করতে ইংল্যান্ডে চলে যান। তবে সালমান ও জ্যাকলিন দেশে না ফিরে একান্তে সময় কাটাতে উড়াল দেন দুবাইতে।

বর্তমানে সেখানেই দু’জন অবস্থান করছেন। ভক্তের ক্যামেরায় তোলা স্থিরচিত্রে সালমান ও জ্যাকলিনদুবাইয়ের একটি শপিং মলে তারা একসঙ্গে ভক্তদের ক্যামেরায় বন্দি হয়েছেন। যেখানে ‘রেস থ্রি’ জুটিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঘুরতে দেখা গেছে। সেই স্থিরচিত্রগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।