ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রেদওয়ান রনির পরিচালনায় ঈশিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
রেদওয়ান রনির পরিচালনায় ঈশিতা রুমানা রশিদ ঈশিতা

দীর্ঘদিন পর টিভিতে অভিনয় করতে যাচ্ছেন রুমানা রশিদ ঈশিতা। রেদওয়ান রনির পরিচালনায় ‘পাতা ঝরার দিন’ কাহিনিচিত্রে দেখা যাবে তাকে। এবারই প্রথম একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।

নির্মাতা রেদওয়ান রনি জানান, “অদ্ভুত চ্যালেঞ্জিং একটি চরিত্র ফুটিয়ে তুলবেন ঈশিতা। দীর্ঘদিন পর জনপ্রিয় এই অভিনেত্রীকে দর্শকরা নতুনভাবে পাবে।

দীর্ঘ সময় পর টেলিভিশনের জন্য কাজ করছেন মোস্তফা সরয়ার ফারুকী। সঙ্গে আছে ভাই ব্রাদার এক্সপ্রেস। তাদের নির্মিত ৮টি নাটক আসন্ন ঈদুল আজহায় প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়। এর অংশ হিসেবে থাকছে ‘পাতা ঝরার দিন’।

আগামী ২২ জুলাই থেকে ঢাকা ও এর আশেপাশে শুরু হবে নাটকটির শুটিং। চলবে টানা পাঁচদিন। ‘পাতা ঝরার দিন’-এ আরও অভিনয় করছেন হাসান ইমাম, মৌসুমী হামিদ ও লামিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।