ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমান নয়, ‘নো এন্ট্রি টু’তে এন্ট্রি মারছেন অর্জুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
সালমান নয়, ‘নো এন্ট্রি টু’তে এন্ট্রি মারছেন অর্জুন সালমান খান ও অর্জুন কাপুর

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘নো এন্ট্রি’র সফলতার পর এর সিক্যুয়েল নির্মাণের কথা শোনা গিয়েছিল। তবে এক দশকেরও বেশি সময় পর সিনেমাটির দ্বিতীয় কিস্তি নির্মাণের উদ্যোগ নিয়েছেন এর নির্মাতা।

আনিস বাজমি পরিচালিত ‘নো এন্ট্রি’তে কেন্দ্রীয় দুইটি চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান ও অনিল কাপুর। তবে শোনা যাচ্ছে এর সিক্যুয়েলে সালমান খানকে দেখা যাবে না।

তার জায়গায় অভিনয় করবেন তরুণ অভিনেতা অর্জুন কাপুর। প্রযোজনা করছেন বনি কাপুর।  

মিড-ডে’র একটি সূত্র জানায়, বর্তমানে ‘নো এন্ট্রি’র দ্বিতীয় কিস্তির স্ক্রিপ্টের কাজ চলছে। কিন্তু গল্পটির জন্য নতুন একটি মুখ দরকার। এ নিয়ে বেশ কয়েকজন অভিনেতার নাম নিয়ে আলোচনা হয়েছে। তবে বনি কাপুর অর্জুনকে কেন্দ্রীয় চরিত্রটিতে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।  

গত বছর সিনেমাটির নির্মাতা সালমান খানকে নেওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু সালমানের শিডিউল না মেলায় তারা কাস্টিংয়ে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।