ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বোবা মেয়ের প্রেমের গল্প ‘নিঝুম দুপুর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
বোবা মেয়ের প্রেমের গল্প ‘নিঝুম দুপুর’ মিতু ও আলিফ

বাক প্রতিবন্ধী মিতুর চোখের ভাষায় প্রেমে পড়েছেন তাদের বাসার ভাড়াটিয়া এক বেকার যুবক আলিফ। পরিবারের আপত্তিতেও ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পালিয়ে যান দু’জন।

এমন আবেগী গল্পে নির্মিত হয়েছে ‘নিঝুম দুপুর’ গানের ভিডিও। এতে বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী জাহারা মিতু এবং তার প্রেমিকের চরিত্রে মুশফিক খান আলিফ।

ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর সেহজাদ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এই মিউজিক ভিডিওটি। গানে কণ্ঠ দিয়েছেন আরিয়ান মির্জা। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন জেডএইচ বাবু।
**‘নিঝুম দুপুর’ গানের ভিডিও
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।