ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ.আর. রাহমানের সঙ্গে গান করতে চান সেলেনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এ.আর. রাহমানের সঙ্গে গান করতে চান সেলেনা এ.আর. রাহমান ও সেলেনা গোমেজ

‘এ.আর. রাহমানের কাজ আমার খুব পছন্দ। তিনি এখন একজন আন্তর্জাতিক তারকা। আমি তার কম্পোজিশনে গান করতে চাই। আমার মনে হয় বলিউড সিনেমার জন্য সেটি চমৎকার একটি গান হবে।’ অস্কারজয়ী এ.আর. রাহমানের সঙ্গে এভাবেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পপস্টার সেলেনা গোমেজ।

সম্প্রতি মিডডেতে দেওয়া এক সাক্ষাৎকারের সেলেনা বলেন, আমি ভারতের বেশ কয়েকজন সংগীতশিল্পীকে অনুসরণ করি। আমি বিশ্বাস করি তারা অসাধারণ কাজ করেন।

এ.আর. রাহমান হলিউডের ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘১২৭ আওয়ারস’, ‘মিলিয়ন ডলার আর্ম’ ও ‘পিপল লাইক আস’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। এই কাজগুলো করে আন্তর্জাতিক খ্যাতি পান তিনি।

৮১ তম অস্কার প্রতিযোগীতার আসরে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার সংগীত পরিচালনার জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ও সর্বোচ্চ স্কোরের জন্য এ.আর. রাহমান দুটি পুরস্কার লাভ করেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।