ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শহিদের মুখোমুখি হচ্ছেন অভিষেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
শহিদের মুখোমুখি হচ্ছেন অভিষেক অভিষেক বচ্চন ও শহিদ কাপুর

বলিউডের খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘মনমরজিয়া’ সিনেমায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন, তাপসী পান্নু ও ভিকি কৌশল। সিনেমাটি চলতি বছর ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল।

কিন্তু শুক্রবার (২০ জুলাই) সিনেমাটির প্রযোজক আনন্দ এল রাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। ৭ তারিখের পরিবর্তে ‘মনমরজিয়া’ মুক্তি পাবে আগামী ২১ সেপ্টেম্বর।

এদিকে শহিদ কাপুর অভিনীত ‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমাটি আগে ২১ সেপ্টেম্বর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। তিনবার পরিবর্তন করে সিনেমাটির এই তারিখ নির্ধারণ করা হয়। শ্রী নারায়ণ সিং পরিচালিত এতে আরও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও ইয়ামি গৌতম।

এরফলে ‘পদ্মাবত’ খ্যাত শহিদ ও ‘ধুম’ খ্যাত অভিষেক বচ্চন  ২১ সেপ্টেম্বর বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।