ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৬ বছর পর একসঙ্গে সাইফ-কারিনা দম্পতি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
৬ বছর পর একসঙ্গে সাইফ-কারিনা দম্পতি! কারিনা কাপুর খান ও সাইফ আলি খান

‘ওমকারা’, ‘তাশান’ ও ‘কুরবান’র মতো অসংখ্য ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সবশেষ ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এজেন্ট বিনোদ’ ছবিতে দেখা গেছে এই তারকা দম্পতিকে।

একই বছর বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাইফ-কারিনা। বিয়ের পর জুটি বেঁধে আর কোনো ছবিতে অভিনয় করেননি তারা।

শোনা যাচ্ছে- খুব শিগগিরই একসঙ্গে কাজ করতে দেখা যাবে তাদের।

কোনো ছবিতে নয়, একটি রাজকীয় পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে সাইফ-কারিনাকে। তবে, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।