ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক ছবিতে ৮ গান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এক ছবিতে ৮ গান! ইসাবেলে কাইফ ও সুরজ পাঞ্চোলি

স্ট্যানলি ডি’কস্টা পরিচালিত ‘টাইম টু ড্যান্স’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হচ্ছে ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলে কাইফের। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে ‘হিরো’খ্যাত তারকা সুরজ পাঞ্চোলিকে।

‘টাইম টু ড্যান্স’ প্রযোজনা করবেন রেমো ডি’সুজা। গত মাসে লন্ডনে শুরু হয়েছে ছবিটির শুটিং।

জানা গেছে- ছবিটিতে বিভিন্ন ধরনের নাচ ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে রয়েছে বলরুম নাচও।

মজার বিষয় হলো, নাচে-গানে ভরপুর ‘টাইম টু ড্যান্স’-এ নাকি আটটি গান ব্যবহার করা হবে। এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা।

এরইমধ্যে ছবির তিনটি গানের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন সুরজ পাঞ্চোলি। যার মধ্যে একটি প্রেমের এবং বাকি দুটি নাচের জন্য।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।