ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভেঙে গেলো সুশান্ত-কৃতির প্রেম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
ভেঙে গেলো সুশান্ত-কৃতির প্রেম! সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন

প্রেম করছেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন। দীর্ঘদিন ধরেই এমনটা গুঞ্জন শোনা যাচ্ছিলো বলিউড মহলে। কিন্তু প্রেমের বিষয়টি কোনদিন স্বীকার করে নেননি তারা। তবে প্রায় সময় বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে এই জুটিকে।

এদিকে, প্রেমের বিষয়টি স্বীকার না করতেই শোনা যাচ্ছে এই জুটির বিচ্ছেদের গুঞ্জন।

‘কিজ্জে অর মান্নি’ ছবির শুটিং নিয়ে জমশেদপুরে ব্যস্ত সময় কাটাচ্ছেন সুশান্ত।

আর ‘ধোনি’খ্যাত এই তারকা চান না তার ব্যক্তিগত জীবনের প্রভাব তার ক্যারিয়ারের উপর পরুক। এ কারণেই তিনি কৃতির সঙ্গে প্রেমের সম্পর্কের পাট চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড মান্ত্রা।

কৃতি শ্যানন ও সুশান্ত সিং রাজপুত‘রাবতা’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন। সে ছবিতে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন তারা।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।