ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পারিশ্রমিক বাড়িয়েছেন রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
পারিশ্রমিক বাড়িয়েছেন রণবীর রণবীর কাপুর

রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’ ছবিতে অভিনয় করে দারুণ সফলতা পেয়েছেন রণবীর কাপুর। ইতিমধ্যে ৫০০ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি। কিন্তু ‘সঞ্জু’র সাফল্য দাম বাড়িয়ে দিয়েছে রণবীরের।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিজ্ঞাপনে অভিনয়ের জন্য এখন থেকে ৬ কোটি রুপি করে পারিশ্রমিক নেবেন রণবীর কাপুর।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানান যায়, আগে একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য তিন থেকে সাড়ে তিন কোটি রুপি পারিশ্রমিক নিতেন ‘সাওয়ারিয়া’খ্যাত এই তারকা।

কিন্তু ‘সঞ্জু’ ছবির সাফল্যের পর তিনি সেটি বাড়িয়ে দ্বিগুন করে ফেলেছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।