ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

দুই বছর পর মুম্বাইয়ে তনুশ্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
দুই বছর পর মুম্বাইয়ে তনুশ্রী তনুশ্রী দত্ত

গত ৮ বছর ধরে রূপালি পর্দার আড়ালে রয়েছেন তনুশ্রী দত্ত। অভিনয় ছেড়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সবশেষ ২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে।

দুই বছর পর নিজ দেশ মুম্বাইয়ে ফিরেছেন তনুশ্রী দত্ত। বুধবার (২৫ জুলাই) মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে ‘আশিক বানায়া আপনে’খ্যাত এই তারকাকে।

এসময় তার পরনে ছিলো নীল রঙা টপস ও কালো প্যান্ট।

‘আশিক বানায়া আপনে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ২০০৫ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন তনুশ্রী দত্ত। এরপর ‘চকলেট’, ‘রাকিব’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুড বয়, ব্যাড বয়’, ‘স্পিড’র মতো ছবিগুলোতে অভিনয় করেছেন তনুশ্রী।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।