ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইতালির লেক কমোতে হবে রণবীর-দীপিকার বিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
ইতালির লেক কমোতে হবে রণবীর-দীপিকার বিয়ে! রণবীর সিং-দীপিকা পাড়ুকোন এবং ইতালির লেক কমোর দৃশ্য

গত মে মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনম কাপুর-আনন্দ আহুজা ও নেহা ধুপিয়া-অঙ্গার বেদি। নিক-প্রিয়াঙ্কাও তাদের বাগদানের কাজটি সেরে ফেলেছেন। সবাই এখন তাকিয়ে রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের দিকে। এই তারকা যুগলের বিয়ে ঘিরে প্রতিদিন নতুন নতুন খবর উড়ছে বিটাউনে।

বলিউডে জোর গুঞ্জন, চলতি বছরের ১০ নভেম্বর রণবীর-দীপিকার চার হাত এক হতে পারে।

এখানেই শেষ নয়, ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বিরাট-আনুশকার মতোই ইতালিতে বেছে নিয়েছেন দীপবীর।

তবে এই দুই তারকার পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে দীপিকার একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছে রণবীর-দীপিকার। এ কারণেই তারা ইতালির লেক কমোকে বেছে নিয়েছেন। ’

২০১৩ সালে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘রামলীলা’ ছবিতে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন রণবীর-দীপিকা। কিন্তু প্রেমের বিষয়টি কখনও স্বীকার করে নেননি এই জুটি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।