ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বেবী নাজনীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বেবী নাজনীন বেবী নাজনীন

এক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরেছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন। বুধবার (২৫ জুলাই) রাতে তিনি নিজ বাসায় ফেরেন।

বিষয়টি নিশ্চিত করে বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার বাংলানিউজকে বলেন, আপা বর্তমানে সুস্থ আছেন। তিনি প্রচণ্ড জ্বরে ভুগছিলেন।

তাই ডাক্তারের পরামর্শে সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। এখন তিনি সুস্থ আছেন। কিছুদিন বাসায় বিশ্রামে থাকবেন। সবাই আপার জন্য দোয়া করবেন।

গত ১৭ জুলাই জ্বরে আক্রান্ত হয়ে বেবী নাজনীন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তিনি মেডিসিন বিশেষজ্ঞ ডা. আফসানা বেগমের তত্ত্বাবধানে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।