ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কারিনা-ক্যাটরিনা-দীপিকা, কার ভাগ্যে সালমানের ‘ভারত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
কারিনা-ক্যাটরিনা-দীপিকা, কার ভাগ্যে সালমানের ‘ভারত’ সালমান খান, কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং শুরু করেছেন সালমান খান। এতে তার সহশিল্পী হিসেবে থাকার কথা ছিলো প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু হঠাৎ করেই ছবিটির কাজ ছেড়ে দেন পিসি। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিয়াঙ্কা ছবিটির কাজ ছেড়ে দেওয়ায় এখন সালমানের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

শোনা যাচ্ছে, ‘ভারত’-এ সালমানের বিপরীতে ক্যাটরিনা কাইফ অথবা দীপিকা পাড়ুকোনকে দেখা যেতে পারে।

তবে এই দৌড়ে শীর্ষে রয়েছেন কারিনা কাপুর খান।

সালমানের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘ভারত’-এ অভিনয়ের জন্য কারিনাকে প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে রূপালি পর্দায় আরও একবার দেখা যাবে সালমান-কারিনার রসায়ন।

এর আগে ‘ম্যায় অর মিসেস খান্না’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘বডিগার্ড’ ও ‘কিউ কি’র মতো জুটি বেঁধে কাজ করেছেন তারা।

আলি আব্বাস জাফর টুইটারে লিখেছেন, আমরা খুব শিগগিরই ‘ভারত’র নায়িকার নাম ঘোষণা করবো। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছি ছবিটির শুটিং। টানা চলবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।